আলফাডাঙ্গা থানার সন্নিকটে দিনদুপুরে তিন ফ্ল্যাটে চুরি

কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
Feb 20, 2025 - 22:51
 0  22
আলফাডাঙ্গা থানার  সন্নিকটে দিনদুপুরে তিন ফ্ল্যাটে চুরি

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার সন্নিকটে সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাসসহ তিনটি ফ্ল্যাটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংকের পাশে শাপলা নীড় নামক ভবনে তালা ভেঙে এ চুরি সংঘটিত হয়।

ওই তিনটি ফ্ল্যাটের বাসিন্দারা হলেন- আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস, ব্যবসায়ী শহিদুল ইসলাম শহিদ ও গৃহবধূ সাদিয়া হোসেন টপি।

স্থানীয়রা জানান, মাহবুবুর রহমান মালিকানাধীন চার ফ্ল্যাটবিশিষ্ট শাপলা নীড় ভবনে তিনটি পরিবার ও একজন ব্যাচেলর ভাড়া থাকেন। বৃহস্পতিবার সকালে ভবনের বাসিন্দারা ব্যক্তিগত কাজে বাইরে চলে গেলে অজ্ঞাত চোরেরা নিচতলার কলাপসিবল গেটের তালা ভেঙে ভবনে প্রবেশ করে। এরপর দুটি তলার তিনটি ফ্ল্যাট থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই সরকারি চাকরিজীবী। দুজনেই সকালে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে ফিরে দেখেন, ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে সব এলোমেলো দেখতে পান। পরে খোঁজ করে দেখেন, স্টিলের আলমারি ভেঙে প্রায় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪২ হাজার টাকা লুট হয়েছে।

অপর ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম শহিদের স্ত্রী শান্তা বেগম জানান, তার স্বামী ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছেন। আর তিনি নিজেও সরকারি চাকুরিজীবী। সকালে সন্তানদের স্কুলে দিয়ে কর্মস্থলে যান। পরে খবর পেয়ে বাসায় এসে দেখেন, ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখেন, স্টিলের আলমারি ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।

তবে গৃহবধূ সাদিয়া হোসেন টপি ঢাকায় আত্মীয়ের বাসায় অবস্থান করায় তার ফ্ল্যাট থেকে কী পরিমাণ জিনিস চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশীদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করার জোর চেষ্টা চালানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow