আলফাডাঙ্গায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নান্নু মল্লিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
ধর্ষণের শিকার ওই নারী উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মো. হাফিজার মল্লিক প্রায় তিন বছর ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা দেখে অভিযুক্ত নান্নু মল্লিক ভেতরে ঢুকে পড়েন। গৃহবধূ ঘরে ফিরলে নান্নু মল্লিক তাঁকে মুখ চেপে ধরে খাটে ফেলে দেন এবং পরনের ছেলোয়ার টেনে খুলে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর পরই ভুক্তভোগী নারী আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযুক্ত নান্নু মল্লিককে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশিদ বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ (মঙ্গলবার) আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’
অভিযুক্ত নান্নু মল্লিক বেলবানা গ্রামের মৃত পাচন মল্লিকের ছেলে।
What's Your Reaction?






