আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্বামী খুন, স্ত্রী আটক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার ইশাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ওবায়দুর রহমান মুন্সী (৫০)। তিনি ওই এলাকার আব্দুল খালেক মুন্সী ওরফে ‘ডগ সাহেব’-এর বড় ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা বেগমকে (৪০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। ঘটনার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সাবিনা বেগম বাসায় থাকা পাথরের পুতা দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ওবায়দুর রহমানকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্ত নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
What's Your Reaction?






