আলফাডাঙ্গায় বাবার গাড়ির চাপায় শিশুর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার চালানো গাড়ির নিচে চাপা পড়ে মাহিন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাহিন ওই গ্রামের মুসা শেখের ছেলে। তিন ভাইবোনের মধ্যে মাহিন ছিল সবার ছোট। সন্তানের এমন করুণ মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মুসা শেখ ইঞ্জিনচালিত ইট-বালু পরিবহনকারী গাড়ি (স্থানীয়ভাবে খেক্কর গাড়ি বলা হয়) নিয়ে বের হন। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার সময় তার গাড়ির শব্দ শুনে মাহিন দৌড়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা করে। এ সময় সড়কের পাশের বেড়ায় ধাক্কা খেয়ে সে গাড়ির চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর বলেন, “মুসা প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হলে মাহিনসহ কয়েকজন শিশু তার গাড়িতে চড়ে আনন্দ করত। দুপুরে বাড়ি ফেরার সময় মুসা ছেলের জন্য খাবার আনতেন। শনিবারও মাহিন বাবার গাড়ির শব্দ শুনে ছুটে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার গাড়ির নিচেই চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।”
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশিদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
What's Your Reaction?






