আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সততা শেখাতে সততা স্টোর উদ্বোধন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 28, 2025 - 19:01
 0  15
আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের সততা শেখাতে সততা স্টোর উদ্বোধন

শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহানুর রহমান। তিনি বলেন, "শিশুদের ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্যের মূল্য নির্ধারিত থাকবে, তবে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনমতো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে মূল্য পরিশোধ করবে।"

তিনি আরও বলেন, "এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। সততার এমন প্রশিক্ষণের মধ্য দিয়ে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. প্রফুল্ল বালা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে জাটিগ্রাম মমতাজ উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়েও আরেকটি সততা স্টোর উদ্বোধন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow