আলফাডাঙ্গায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর
Apr 7, 2025 - 14:11
Apr 7, 2025 - 14:59
 0  10
আলফাডাঙ্গায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রুদ্রবানার মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক হেলেঞ্চা গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়াকে দুই লাখ টাকা এবং রুদ্রবানার বালু ব্যবসায়ী ওহিদ মুন্সীকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় তাদের এই জরিমানা করা হয়।

এছাড়া, অভিযানে একটি ড্রেজার, তিনটি বালুর চাতাল, তিনটি টলি গাড়ি জব্দ করা হয় এবং আনুমানিক ১,৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

এই অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এবং আলফাডাঙ্গা থানার চৌকস পুলিশ টিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, “পরিবেশ বিধ্বংসী অবৈধ বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ১৫ ধারায় পৃথক মামলায় দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে কাউকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow