আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 13, 2025 - 18:58
 0  29
আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী বেলায়েত হুসাইন হামিদী, মুফতী সফিকুল আলম, মিরাজুল ইসলাম, হাফেজ তৈয়েবুর রহমান, সাকের আলী, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা নুরুল আলম, মাওলানা আকিদুল ইসলাম, আবুল কালাম খন্দকার, আশরাফুজ্জামান লাবু ও মো. ইমামুল শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্যায়ে মাওলানা শরিফুল ইসলামকে সভাপতি ও মাওলানা আবু বক্কারকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলফাডাঙ্গা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। সম্মেলনের শেষ পর্বে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow