আলফাডাঙ্গায় খন্দকার নাসির গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 22, 2025 - 15:20
 0  18
আলফাডাঙ্গায় খন্দকার নাসির গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির পক্ষ থেকে খন্দকার নাসির গ্রুপের আয়োজনে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত এ মাহফিল শুক্রবার (২১ মার্চ) বিকেলে আলফাডাঙ্গা এজেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, "জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিগত সরকারের পতনের পর সাত মাস পার হয়েছে। দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য হয়তো এ সময় যথেষ্ট নয়, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম ও পরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরও স্পষ্টভাবে উপস্থাপন করা প্রয়োজন। এতে জনমনে থাকা সন্দেহের অবসান হবে।"

তিনি আরও বলেন, "মাহে রমজান ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। আমাদের কথাবার্তা, কাজকর্ম ও চলাফেরায় ধৈর্যধারণের মাধ্যমেই সিয়াম সাধনা পূর্ণতা পাবে। বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।"

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মো. রবিউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নিয়ামত হোসেন পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মিল্টন উদ্দৌলা ও মো. আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow