আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 10, 2025 - 16:40
 0  13
আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মূল লক্ষ্য ছিল—বাসাবাড়ি কিংবা বহুতল ভবনে আগুন লাগলে কীভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের উপায়। ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের সচেতনতামূলক মহড়ার মাধ্যমে এসব বিষয়ে দিকনির্দেশনা দেন।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সানাউল্লাহ এবং আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার আসলাম হোসেন প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow