আলফাডাঙ্গায় জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে আলফাডাঙ্গা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরআগে জাসসের উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাসাসের উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
অনুষ্ঠানে জাসাসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন, জাসাসের পৌর শাখার সভাপতি রফিকুল ইসলাম লালন সিকদার, উপজেলা জাসাসের সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
What's Your Reaction?