আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০ জন নিবন্ধিত সুফলভোগী জেলের মাঝে ১টি করে মোট ১০টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি তার বক্তব্যে বলেন, "নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, তাই এর সংরক্ষণে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকার জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করছে, এসবের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এগুলোর প্রতি যত্নশীল হতে হবে।"
উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, উপজেলা মৎস্য দপ্তরের হিসাব রক্ষক মো. রিফাত মিয়া, মৎস্য চাষের মনিটরিং প্রতিনিধি সৈয়দ তমাল আলী প্রমুখ।
অনুষ্ঠানে জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জেলেদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?






