আলফাডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 29, 2025 - 17:19
 0  16
আলফাডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের উদ্যোগে "তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে আলফাডাঙ্গা ঢাকা বাসস্ট্যান্ডে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসার সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা কামাল হুসাইন, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আসানুল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাকওয়া অর্জনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

সবশেষে দোয়া ও ইফতার অনুষ্ঠানের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow