আলফাডাঙ্গায় বারি মসুর-৮ সংরক্ষণে সচেতনতামূলক ক্যাম্পেইন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বারি মসুর-৮ সংরক্ষণে হার্মেটিক সাইলো ব্যবহারের ওপর সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় জিএআইএন-এর অর্থায়নে এ ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে পাঁচ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির অতিরিক্ত পরিচালক (সরেজমিন উইং) ড. মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দেবাশীষ কর্মকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।
বক্তারা বলেন, বারি মসুর-৮ একটি উচ্চ ফলনশীল এবং বায়োফর্টিফাইড জাত, যা জিংক, আয়রন ও সেলেনিয়াম সমৃদ্ধ। এই জাতের মসুর ডালে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং দেরিতে বপন করলেও ভালো ফলন পাওয়া যায়। এতে থাকা পুষ্টি উপাদানসমূহ মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।
তারা আরও বলেন, দিন দিন চাষযোগ্য জমির পরিমাণ কমে আসছে, তাই অধিক উৎপাদনশীল জাতের চাষাবাদ জরুরি। কৃষকদের বারি মসুর-৮ উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি, উন্নত মানের বীজ হার্মেটিক সাইলো পদ্ধতিতে সংরক্ষণ ও তা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
What's Your Reaction?






