আলফাডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস পালিত

কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
Mar 26, 2025 - 17:48
 0  15
আলফাডাঙ্গায় মহান স্বাধীনতা দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এরপর সকাল ছয়টায়  উপজেলা প্রশাসন, থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব,উপজেলা সাব-রেজিষ্টার অফিস, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ কর।এসময় শহীদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়।

 উপজেলা কমপ্লেক্স মাঠে  সকাল ৯ টায়  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ-আনসার ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

 উপজেলা মাল্টিপারপাস হলরুমে সকাল ১১ টার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  একইসাথে   শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
 এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

 আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।সভায় অন্যান্যদেরয় মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার( ভূমি ) রাহানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি )হারুন অর রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা প্রমুখ।

 সবশেষে বিজয়ীশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow