আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন,
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীরসহ অনেকে ।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, আলফাডাঙ্গা থানা, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা বিএনপি।
What's Your Reaction?