আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

কবির হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
Dec 24, 2024 - 21:34
 0  3
আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহীদ খান (৫৫) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  নিহত হয়েছেন। 

মঙ্গলবার( ২৪ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায়  উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামের  ইউপি সদস্য  একনের  বাড়ির সম্মুখে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ খান উপজেলার  একই ইউনিয়নের  জয়দেবপুর   গ্রামের বাসিন্দা ।

থানার ওসি  হারুন অর রশিদ  জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোটরসাইকেলযোগে  সন্ধ্যায় গ্রামের বাড়ি  জয়দেবপুর থেকে আলফাডাঙ্গা উপজেলা শহরে আসার পথে বারাংকুলা গ্রামের একোনের মেম্বারের  বাড়ির  সম্মুখে পৌছলে আরেকটি মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ওই সেনা সদস্য ।এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিক  ঘটনাস্থল  পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায়  শোকের ছায়া নেমেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow