আলীকদমে ইটভাটা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি
Apr 8, 2025 - 15:04
 0  5
আলীকদমে ইটভাটা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের আলীকদম উপজেলার ইউবিএম নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মুমিন। পরিবেশ আইন ও ইটভাটা নীতিমালা লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের সময় ইটভাটার মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে ফায়ার সার্ভিস সদস্যরা চুল্লিতে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করে দেন। এসময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের সব ইটভাটাকে পরিবেশবান্ধব ও নিয়ম মেনে পরিচালনা করতে হবে। অনিয়ম বা পরিবেশ দূষণের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow