আলীকদমে কৃষকদলের সংবাদ সম্মেলনে অভিযোগঃ জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগত

আবু জুয়েল নুর খান,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 
Jan 25, 2025 - 17:13
 0  8
আলীকদমে কৃষকদলের সংবাদ সম্মেলনে অভিযোগঃ জেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বান্দরবান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বান্দরবানের আলীকদম উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় অর্কিড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদ্যবিলুপ্ত উপজেলা কৃষকদলের সভাপতি মীর কাসেম ছুট্টু। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের অপসাশনে জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি। ২০২৩ সালের ২২ জুলাই সম্মেলনের মাধ্যমে মীর কাসেম ছুট্টোকে সভাপতি ও শওকত হোসেন ছুট্টোকে সাধারণ সম্পাদক করে আলীকদম উপজেলা কৃষকদলের কমিটি গঠিত হয়েছিল। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভানেত্রী মিসেস মাম্যাচিং। 

সংবাদ সম্মেলনে মীর কাসেম ছুট্টো আরও বলেন, সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের পর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে আলীকদম, চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়ন কমিটি এবং ১৩টি ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির নির্দেশে গত ১৮ জানুয়ারি কৃষকদলের কার্যক্রমের অগ্রগতি রিপোর্ট জেলা কমিটির কাছে তুলে ধরা হয়। কিন্তু কোনো নোটিশ ব্যতিরেকে গত ২৩ জানুয়ারি আলীকদম উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বান্দরবান জেলা কৃষকদের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগত। তারা বান্দরবানের স্থায়ী বাসিন্দা নয়। 

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সেক্রেটারী শওকত হোসেন ছুট্টো, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলম মনু, ১নং আলীকদম ইউনিয়ন কৃষকদলের সভাপতি  মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক হোসেন রিয়াদ ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সালামত উল্লাহসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। 

আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো বলেন, বিগত ফ্যাসিয়বাদ সরকারের জেল-জুলের শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা কৃষক দলের কমিটি গঠনের পাঁয়তারা করছে জেলা কৃষকদল। আমরা এর নিন্দা জানাই।

জানতে চাইলে বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন বলেন, উপজেলার কৃষকদলের কমিটিগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow