আলীকদমে টমটম চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান

আলীকদম উপজেলায় অপ্রাপ্তবয়স্কদের টমটম চালানো, অতিরিক্ত গতিতে যানবাহন পরিচালনা এবং সড়কে যানজট সৃষ্টির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
সোমবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। আলীকদম থানা পুলিশের সহযোগিতায় এ সময় কম বয়সী টমটম চালকদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে মোট ছয়জন চালকের মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, "অপ্রাপ্তবয়স্কদের দিয়ে যানবাহন চালানো এবং বেপরোয়া গতিতে টমটম চালানোর কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। সম্প্রতি এক শিশুর মৃত্যুতে এলাকাবাসীর উদ্বেগ বাড়ায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া টমটম চালনার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রশাসনের এই অভিযান সড়কে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, সম্প্রতি আলীকদম উপজেলায় একটি টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ অভিযানকে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
What's Your Reaction?






