আলীকদমে মানসম্মত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Apr 29, 2025 - 19:52
 0  3
আলীকদমে মানসম্মত বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

মানসম্মত ও নিরাপদ গণপরিবহন সেবা নিশ্চিত করার দাবিতে আলীকদমে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৩টায় আলীকদম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চকরিয়া-লামা-আলীকদম পরিবহন মালিক সমিতির বাধা এবং হুমকির কারণে স্বনামধন্য বাস কোম্পানিগুলো আলীকদমে সেবা দিতে পারছে না। আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হায়দার আলী বলেন, “আলীকদমে মানসম্মত বাস সার্ভিস চালুর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন মালিক সমিতি। এদের হুমকির মুখে বিআরটিসি-সহ বিভিন্ন কোম্পানি সরে দাঁড়াতে বাধ্য হয়েছে।”

চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা ফারভীন লাকী বলেন, “শিক্ষা, পর্যটন, কৃষি ও শিল্পে অগ্রসর হলেও মানসম্মত গণপরিবহনের অভাবে আলীকদমের মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে।”

আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাশুক ইলাহি সরকারের কাছে অবিলম্বে বিআরটিসি বাস সার্ভিস চালুর অনুরোধ জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিআরটিসি বাস চালু হওয়ার পর মালিক সমিতির হামলায় সেবাটি বন্ধ হয়ে যায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান জানান তারা।

আলীকদম কলেজের প্রভাষক মো. রেজাউল করিম বলেন, “নিরাপদ ও উন্নত গণপরিবহন সেবা জনগণের সাংবিধানিক অধিকার। এটি নিশ্চিত করতে হলে সরকারের সদিচ্ছা ও প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন।”

সমাজসেবক মো. জুলকার নাঈন বলেন, “উন্নত বাস সার্ভিস না থাকায় চাকরিজীবী, রোগী ও বয়স্কদের চলাচলে চরম সমস্যা হয়। দীর্ঘদিন ধরেই এ ভোগান্তি চলছে।”

মানববন্ধনের সমন্বয়ক ও গ্রীণ ইনোভেশন ভলান্টিয়ার্সের আহ্বায়ক মহিউদ্দিন বন্ধু বলেন, “মানববন্ধনের বার্তা সরকার ও প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে আলীকদমে একটি টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আলীকদম সেনা জোন কমান্ডার, বিজিবি অধিনায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow