আলীকদমে ৫৭ বিজিবি কর্তৃক পপি ক্ষেত ধ্বংস
বান্দরবানের আলীকদমের ব্যাটালিয়ন ৫৭ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে লিকড়ী বিওপির দায়িত্বপূর্ণ পাহাড়ী এলাকায় পপি চাষ করা হচ্ছে জেনে অভিযান পরিচালনা করেন। রবিবার (২ ফেব্রুয়ারি) অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি এর দিক-নির্দেশনায় লিকড়ী বিওপি হতে নাঃ সুবেঃ মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে ১০ জন সদস্যের টহলদল সীমান্ত হতে ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে উত্তর দিকে ০৩ কিঃ মিঃ দূরে অবস্থিত পাহাড়ী এলাকায় (জিআর-৬৭১৭১১ এমএস ৮৪ সি/১১) গমন করতঃ ০৭টি স্থানে আনুমানিক সাড়ে ৩ একর জমিতে চাষকৃত পপি ক্ষেত স্থানীয় কারবারীদের উপস্থিতিতে সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয়।
What's Your Reaction?