আলোচিত ভোদল হত্যা মামলার আসামি খোরশেদ গ্রেফতার

আশিকুর রহমান, মিঠাপুকুর প্রতিনিধি, রংপুরঃ
Mar 25, 2025 - 15:04
 0  3
আলোচিত ভোদল হত্যা মামলার আসামি খোরশেদ গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের অভিরাম নুরপুরে আলোচিত ভোদল হত্যা মামলার প্রধান আসামি মো. খোরশেদ আলম (৩৬) অবশেষে গ্রেফতার হয়েছেন। সোমবার গভীর রাতে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি বাজার এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মোকতারুল ইসলাম ওরফে ভোদলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের শরীরের গলা, ঘাড়, মাথা, পিঠ, বুক, নাভি ও কপালসহ বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। ঘটনার দুই দিন পর ভিকটিমের মা মোছা. কল্পনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মামলাটি র‍্যাব-১৩, রংপুর এবং র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের নজরে আসার পর আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালানো হয়। পরে নিশ্চিত হওয়া যায় যে, আসামি খোরশেদ আলম বগুড়ার ধুনট থানার পেঁচিবাড়ি বাজার এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর ২৫ মার্চ রাত ১২টা ১০ মিনিটের দিকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলাটির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow