পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নেছারাবাদ সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী পুত্র, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
শামীম সাঈদী প্রধান অতিথির বক্তব্যে বলেন,আমার পিতা আল্লামা সাঈদী আজীবন গোটা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে গেছেন, কোন অন্যায় করেননি বা দুর্নীতির সাথে তিনি জড়িত নন। আর যারা ক্ষমতায় থেকে সন্ত্রাস
করেছেন, দুঃশাসন করেছেন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছেন তারাই হচ্ছেন মানবতা বিরোধী। আমার পিতা কখনোই মানবতা বিরোধী ছিলেন না, তিনি চক্রান্তের শিকার।
তিনি বলেন আমরা কখনই মৌলবাদী নয়, আমরা হচ্ছি মূলবাদী,আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, আমরা কখনই মৌলবাদী হতে পারি না, শেখ হাসিনার মতো জালিমের বিপক্ষে যারা কথা বলে তারা হচ্ছে মূলবাদী, আর যারা পক্ষে কথা বলে তারা হচ্ছে মৌলবাদী।
আমার পিতা জালিম শেখ হাসিনা সরকারকে বলেছিলেন এমন একদিন আসবে যেদিন পালানোর সময় পাবে না, বেশি লাফালাফি করলে মামা বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে, তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে।
শেখ হাসিনা সরকার আমার পিতাকে মিথ্যে মামলা দিয়ে ১৩টি বছর বিনা অপরাধে কারাগারে রেখেছিলেন, তার বুকে ছিল কুরআন আর মুখে ছিল হাসি। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন আপনি যেখানে আছেন সেখানেই থাকেন চট করে চলে আসলে কট করে ট্রাইব্যুনালে ঢুকিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, জামায়াত ইসলামী রাজাকারের দল নয়, একটি লোকও রাজাকার নয়। রাজাকারের যে তালিকা করা হয়েছিল তার ৯০% লোক আওয়ামী লীগ সমর্থিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোঃ মুকিত হাসান খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, ধর্মীয় আলোচক, আশুলিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুuস সাত্তার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক কে,এম মোশাররফ হোসেন সহ জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ।