আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে – মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র আলহাজ্ব মাসুদ সাঈদী বলেছেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশের রাজনীতি ও সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছে। তারা আমাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর, এদেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে ২০২৪ সালের ৫ আগস্টের বিজয়।"
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, "আমি বা আমাদের সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নয়। আমরা পারিবারিক সিদ্ধান্তে রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে, তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়ন দিয়েছে।"
তিনি আরও বলেন, "আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিসিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে। যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাক্ষ্য দিয়েছে, তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, তবে যারা আমার বাবাকে হত্যা করেছে, তারা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে। তাদের কারণে আমরা হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। তবে, সব নথি হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো।"
বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।"
সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, "জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের সময়কার মতো সরকার বা দুর্বল বিরোধী দল চায় না। আমরা চাই, দেশে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার থাকুক এবং একটি শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক।"
মতবিনিময় সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমির মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
What's Your Reaction?






