আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে শুধু মুসলিম নয় সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে--আবুল ফজল মুরাদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টার
Jan 7, 2025 - 19:27
 0  2
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে শুধু মুসলিম নয় সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে--আবুল ফজল মুরাদ

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে শুধু মুসলিম নয় সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠিত হলে দেশে কোন চোর থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দেশের বাহিরে টাকা পাচার থাকবে না, ঘুষ বাণিজ্য থাকবে না। প্রতি জেলায় একজন চোরের হাত কেটে দিলে দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে না। কারণ চুরি বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।

জামায়াতে ইসলামী, সালথা উপজেলা শাখার আয়োজনে ফরিদপুরের সালথায় মঙ্গলবার (৭জানুয়ারী) বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে  শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে শাল-চাদর প্রদান করা কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
তিন আরো বলেন, এখানে যারা হিন্দু ভাই বোনেরা এসেছেন ৫ তারিখের পরে আপনারা ঘুমিয়েছেন কিন্ত আমাদের জামায়াত কর্মীরা ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের বাড়ি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। কারণ আমাদের দেশের শত্রুরা বিশৃঙ্খলা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য ধর্মের উপর জুলুম নির্যাতন করছে এই  দোষ চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিলো কিন্ত তারা তা পারে নাই।
৫ আগষ্টের পর আমাদের অনেক হিন্দু ভাইয়েরাও বলেছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আমরাও নিরাপদ থাকবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী তরিকুল ইসলাম প্রমূখ। 

এসময় প্রায় তিন শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে শাল-চাদর প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow