আশুগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে র্যাব-৯, সিপিএসসি এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ অভিযানে গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় ১০ ফেব্রুয়ারি ২০২৪ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম সোহেল রানার বাবার সাথে বিবাদী পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা ভিকটিমের বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করলে ভিকটিম তার বাবার চিৎকার শুনে এগিয়ে আসলে বিবাদীরা ভিকটিমকেও এলোপাতাড়ি মারধরের মাধ্যমে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরবর্তীতে, পরিবারের লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভিকটিম চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ সালে একটি হত্যা মামলা দায়ের করে (মামলা নং-০৬/১৭, তারিখ ১৩/০২/২০২৪ খ্রি.)। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ অভিযানে গত ২৫ মার্চ,সোমবার রাতে সিলেটের জৈন্তাপুর থানাধীন এলাকা হতে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি খলিল মিয়াসহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- খলিল মিয়া (৩৬) এবং আকলিমা বেগম (২৮), উভয় আসামিদের বাড়ি আশুগঞ্জ আড়াইসিধার রঙ্গিলা বাড়ি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন- র্যাব-৯, সিপিএসসি এবং সিপিসি-১।
What's Your Reaction?