আশুলিয়ায় বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার

শামীম আহমেদ,আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি
May 9, 2024 - 21:34
 0  2
আশুলিয়ায় বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার

আশুলিয়ায় সরকারি জমি উদ্ধার, ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ মে) সকালে জেলা প্রশাসক ঢাকার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)মোঃ আশরাফুর রহমান ।

এব্যাপারে এ কর্মকর্তা জানান, আশুলিয়া রাজস্ব সার্কেলাধীন বড় রাঙ্গামাটিয়া মৌজার সি এস, এস এ ০১ নং দাগ হতে সৃষ্ট বি আর এস দাগ নং ৭৭ ও ৭৮ এ জমির পরিমাণ ২৯.৬৮ শতাংশ। যাহা সি এস, এস এ, আর এস, বি আর এস চারটি রেকর্ডেই ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারি জমি। যা সরেজমিনে উদ্ধার করে সরকারের দখলে ও নিয়ন্ত্রণে আনা হয় এবং জেলা প্রশাসক ঢাকা এর নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। এই সম্পত্তির উপর নির্মাণকৃত সকল অবৈধ স্থাপনা আগামী ১ সপ্তাহের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ কর্মকর্তা আরো জানান, যে বা যাহারা এই সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টায় বেদখল করে রেখেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow