আশুলিয়ায় সন্ত্রাসী মাসুদ আটক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 29, 2025 - 20:44
Apr 29, 2025 - 20:47
 0  3
আশুলিয়ায় সন্ত্রাসী মাসুদ আটক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
আশুলিয়ায় সন্ত্রাসী মাসুদ আটক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ (৩০) নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল, গুলি, চাপাতি এবং অন্যান্য অস্ত্রসহ আটক করেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-৪ সদস্যরা জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্ত্রাসী মাসুদকে আটক করা হয়, যিনি পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।

র‍্যাব-৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাপাতি ও বিদেশী মদের খালি বোতল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত।

র‍্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow