আশুলিয়ায় সন্ত্রাসী মাসুদ আটক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ (৩০) নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল, গুলি, চাপাতি এবং অন্যান্য অস্ত্রসহ আটক করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাব-৪ সদস্যরা জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্ত্রাসী মাসুদকে আটক করা হয়, যিনি পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
র্যাব-৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, চাপাতি ও বিদেশী মদের খালি বোতল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত।
র্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"
What's Your Reaction?






