আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 18, 2025 - 17:01
 0  4
আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাহাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশের সফল অভিযানে গ্রেপ্তার হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্য। ঢাকা জেলা পুলিশ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালঙ্কার, স্বর্ণ বিক্রির ৭৬ হাজার টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ রিপন মিয়া (৪০) – কিশোরগঞ্জ, মোঃ আরিফ প্রামাণিক (৩০) – পাবনা, মোঃ শাহ আলম (৪৫) – পাবনা, মোঃ আরমান শেখ (৩৭) – পাবনা, মোঃ ইব্রাহিম বাবু (৪৫) – রাজশাহী, মোঃ মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪৫) – কুমিল্লা। পুলিশ জানিয়েছে, এরা দিনের বেলায় বিভিন্ন পেশায় যুক্ত থাকলেও রাতের বেলা সংঘবদ্ধ হয়ে ডাকাতি চালায়। ঘটনার দিন এরা একটি ভাড়া গাড়িতে করে নয়ারহাটে আসে। পরিকল্পনা অনুযায়ী, কয়েকজন পাহারা দেয়, কয়েকজন দোকানে ঢুকে স্বর্ণ লুট করে এবং দিলীপ সাহাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত দলের পাঁচ সদস্যকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া স্বর্ণসহ ইব্রাহিম বাবুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি চালিয়ে আসছিল। দিনের বেলায় তারা ফল ব্যবসা ও অটোরিকশা চালানোর ছদ্মবেশে এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করত। সন্ধ্যার পর তারা একত্র হয়ে ডাকাতির পরিকল্পনা করত।

পুলিশ এই সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সহযোগীদেরও ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

এ ঘটনা আবারও প্রমাণ করলো, অপরাধীরা যতই চালাক হোক না কেন, আইন ও পুলিশের নজরদারি থেকে রেহাই পাবে না। আমাদের উচিত নিজেদের সচেতন রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।

এই ছিল আশুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ড ও ডাকাতির পুরো চিত্র। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপডেট জানতে সাথে থাকুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow