আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় আহত নারীর মৃত্যু 

শামীম আহমেদ,আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি
Apr 23, 2024 - 13:44
 0  19
আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় আহত নারীর মৃত্যু 

ঢাকার আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় গত ১৫ এপ্রিল  রাত ৭ ঘটিকার সময় ববিতা(৪০)  ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হলে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের পল্লী বিদুৎ থেকে ববিতা রিক্সা যোগে বাইপাইল যাওয়ার সময় ছিনতাইকারীরা  মটরসাইকেল যোগে দুইজন এসে  রিক্সায়  ববিতার ব্যাগ টেনে নিয়ে যাওয়ার সময় রিক্সা থেকে পড়ে  মাথায় আঘাত পায় ববিতা ।  তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল ভর্তি করা হয়। গতকাল রবিবার ২২ এপ্রিল  রাত ১ টার সময় সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায়  ববিতার মৃত্যু হয়। এ ঘটনায়  গত ১৭ এপ্রিল  আশুলিয়া থানায় ববিতার পরিবার  একটি ছিনতাই মামলা দায়ের করেন।

কিছু দিন আগে এই মমতাময়ী নারী নিজের একটি কিডনি দিয়ে নিজের স্বামীকে মৃত্যুর হাত থেকে বাচিয়ে তুলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow