আশুলিয়ায় জরিমানাসহ ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো: শামীম আহমেদ, আশুলিয়া(ঢাকা)প্রতিনিধি
Nov 8, 2024 - 23:07
 0  11
আশুলিয়ায় জরিমানাসহ ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া।

গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার রেনু তাজমহল মন্ডল বাড়ির হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এম এস রিয়াল রাতুল এবং রিহান সেনেটারীর স্বত্বাধিকারী।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া জানান, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় ৩ কোটি ৫০ লাখ টাকা জরিমানা সহ ১০ মাসের সাজার ওয়ারেন্ট ছিলো। তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। আজ দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow