আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি আটক

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Apr 21, 2025 - 11:55
 0  2
আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি আটক

ঢাকার আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে মমিন হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার দক্ষিণ বাইপাইল বেলাল নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মমিন হোসেন ওই এলাকার মৃত হাবিবুর রহমান মিজির ছেলে।

ভুক্তভোগীর বড় বোন জানান, তার ছোট বোন একটি পোশাক কারখানায় নাইট ডিউটি করেন। নাইট ডিউটি শেষে সকালে বাসায় এসে ঘুমিয়ে ছিলেন তিনি। দুপুরে বড় বোন ছাদে যাওয়ার আগে বাসার দরজা বাইরে থেকে সিটকানি লাগিয়ে রাখেন।

এই সুযোগে অভিযুক্ত মমিন দরজার সিটকানি খুলে ঘরের ভেতরে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় ওই নারী শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মমিন পালানোর চেষ্টা করে এবং প্রতিবাদকারীদের মারধরেরও চেষ্টা চালায়। পরে এলাকাবাসী মমিনকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির আহমেদ জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও থানায় এসেছেন। তাদের বক্তব্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow