আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ 

মো: শামীম আহম্মেদ, আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি
Feb 17, 2025 - 01:03
 0  34
আশুলিয়ায় বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ 

আশুলিয়ায় শেফালী বেগম নামে পঞ্চাশোর্ধ এক নারীকে মারধর করাসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী, দুজনকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

শনিবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে, শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া চৌধুরী মার্কেটের সামনে শ্লীলতাহানি ও মারধরের শিকার হন ওই বৃদ্ধা। 

ভুক্তভোগী ওই বৃদ্ধা জামালপুরের সরিষাবাড়ি থানাধীন পিগনা হাটখোলা এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে। তিনি আশুলিয়ার জামগড়ায় স্বামী সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।  

অভিযুক্তরা হলেন, আশুলিয়ার জামগড়া চৌধুরীপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রমজান আলী (২০) ও রিপন (৩০)। এদের মধ্যে রিপন ছাত্র জনতার হত্যা মামলার আসামীও। 

ভুক্তভোগী শেফালী বেগম জানান, তুচ্ছ একটি ঘটনায় রমজান ও রিপন দুজনেই তাদের বাসায় এসে নানা প্রকার ভয়-ভীতি দেখায় ও বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। গেল মাসের ৩০ তারিখ বাসা থেকে বাজার করার জন্য বের হলে চৌধুরী মার্কেটের সামনে বিবাদীদের সাথে দেখা হয়। এসময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে তারা দুজনেই তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে বেধরক মারধর করে এবং শ্লীলতাহানি করে। এসময় তার ডাক চিৎকারে তার পুত্রবধু আলপনা এবং ভাই বউ মল্লিকা এগিয়ে আসলে তাদেরকেউ মারধর সহ খারাপ ভাষায় গালমন্ধ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেন। ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগী ওই বৃদ্ধা বাদী হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। 

তিনি আরো জানান, গত শুক্রবারও তাদের সাথে রাস্তায় দেখা হলে তাকে প্রকাশ্যে বেধরক মারধর করে এবং শ্লীলতাহানি করে। পরে বিষয়টি থানা পুলিশে জানালে আবার অভিযোগ দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন।

এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। 

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, ঘটনায় ভুক্তভোগী নারী একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে রিপোর্ট ওসি স্যারকে দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow