আশুলিয়ায় মোমিন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ
Mar 21, 2025 - 23:30
 0  6
আশুলিয়ায় মোমিন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার

আশুলিয়ায় মাদকসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) হত্যা মামলার প্রধান আসামি মো. রুবেল মুন্সীকে র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ নিয়ে মামলার মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

গ্রেপ্তারকৃত মো. রুবেল মুন্সী (৩২) ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার বাসিন্দা মো. জুলমত মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন রিয়াদ মোল্লা (৪৮), মোহাম্মদ নাজমুল (১৮), আশিকুল ইসলাম আসিফ (২২), মো. আলিফ (১৮), রমজান (২৬), মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (৩২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পরিবারসহ আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতেন। পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে বিরোধ চলছিল। রুবেল একাধিকবার মোমিনকে তার সঙ্গে মাদক ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। তবে মোমিন রাজি না হওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় মোমিনকে কুপিয়ে হত্যা করা হয়।

এসআই সোহেল আল মামুন জানান, হত্যাকাণ্ডের পর মামলার তদন্ত চলাকালে সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মানিকগঞ্জের ঘিওর থানাধীন ফুলহারা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‍্যাব সহায়তা করে। তিনি আরও জানান, গ্রেপ্তার রুবেল মুন্সীকে শনিবার (২২ মার্চ) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow