আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে শ্রমজীবীদের মানববন্ধন

ঢাকার উপকণ্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শ্রমজীবী ও মেহনতি জনতা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমজীবী ও মেহনতি সাধারণ জনতা’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কয়েক শতাধিক পোশাক শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আশুলিয়ায় লাখ লাখ শ্রমিক কর্মরত থাকলেও এখানকার স্বাস্থ্যসেবা অবকাঠামো নাজুক। দুর্ঘটনা বা অসুস্থতার সময় উন্নত চিকিৎসা না পাওয়ায় বহু শ্রমিক প্রাণ হারান। তাই বার্ণ ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণ এখন সময়ের দাবি।
তারা আরও জানান, সরকার যদি সরাসরি হাসপাতাল নির্মাণে আগ্রহী না হয়, তবে চীনের প্রস্তাবিত তিনটি হাসপাতালের একটি যেন আশুলিয়ায় স্থাপন করা হয়—এই দাবিও সর্বসম্মতভাবে উত্থাপন করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, শ্রমিক নেতা খাইরুল আলম মিন্টু, শাহ্ আলম, বাচ্চু মিয়া, আল মামুন, আশিক, বকুল ও জুলহাসসহ আরও অনেকে।
What's Your Reaction?






