আশুলিয়ায় ৪ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
May 13, 2024 - 13:50
 0  10
আশুলিয়ায় ৪ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার পুলিশ সুপার,মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, মোবাশ্বিরা হাবীব খান, পিপিএম-সেবার সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এস আই নিঃ আমিনুল ইসলাম এবং এস আই নিঃ মোঃ মাজহারুল ইসলাম এর একটি টিম আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী পারভীন বেগম (৪৪), পিতা- মৃত আলাল মিয়া, স্বামী-আক্তার হোসেন মিন্টু @মোকসেদ, সাং-মোবারকপুর, মল্লিকপুর, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ, এ/পি-গাজীরচট উত্তরপাড়া আমবাগান কবরস্থান, পোঃ-আলিয়া মাদ্রাসা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে  ১২/০৫/২৪ খ্রি. তারিখ ১৭.৫০ ঘটিকায় ০৪ কেজি গাঁজা সহ ধৃত করে। উক্ত আসামীকে ধৃত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশে পাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow