আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরা
Mar 9, 2025 - 11:27
 0  4
আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মণ্ডলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে "অসহায়দের ভাবনাহীন সিয়াম সাধনা" শীর্ষক কর্মসূচির আওতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ মার্চ বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার ৮০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রব। পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ শাওন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মণ্ডলগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি মোঃ মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান ও মোঃ ওয়াসিম উদ্দিন, উপ-অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তৈয়ব এবং অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সিয়াম ও সালাতের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন মুফতি মাওলানা মুজাহিদুল ইসলাম এবং তিনি দোয়া পরিচালনা করেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তেল, খেজুর, ছোলা, মুড়ি, চিনি, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা বিশেষভাবে প্রতিবন্ধী, বিধবা, এতিম ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow