আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী কর্মীদের হুমকির অভিযোগ
গাজীপুরে কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান (উড়োজাহাজ) প্রতিকের প্রার্থী এমএ এ সাদ্দাম হোসেন ওরফে রুবেলের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার -প্রচারণায় বাঁধা ও তার নেতা কর্মীদের হুমকি-দামকির দিচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ টিয়া প্রতিকের প্রার্থী মোজাম্মেল হক ও তার সহযোগী কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শামীম শেখ বাদী হয়ে টিয়া মার্কার কর্মী
ফয়সাল শেখের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় সাধারণ ডাইরী করেন, যার নং-২৮।
অপরদিকে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এম এ সাদ্দাম হোসেন ওরফে রুবেল তার নির্বাচনী কাজে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা ও তার কর্মীদের হত্যাসহ বিভিন্ন হুমকি দেয়ায় বাদী হয়ে বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও
উপজেলা নির্বাচন অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন অভিযোগ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আইনগত ব্যাবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এক কর্মী জিডি করেছেন। আমারা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
জিভি সূত্রে জানাযায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মেন্দিপুর এলাকায় শামীম শেখ উড়োজাহাজ প্রতীকের নির্বাচনী প্রচারণা করছিলেন।
এ সময় টিয়া পাখি প্রতীকের প্রার্থী মোজাম্মেল হকের কর্মী ফয়সাল শেখ উড়োজাহাজ প্রতীকের প্রচারনা না করার জন্য রামীম শেখকে বাঁধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ন্যায়সঙ্গত প্রতিবাদ করলে ফয়সাল শেখ ক্ষিপ্ত হয়ে রামীমকে মারধর করতে উদ্যত হয়ে বলে প্রচারনা বন্ধ করে বাড়িতে চলে যা। না গেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।
What's Your Reaction?