আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 26, 2025 - 22:55
 0  4
আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বিলের মাটি কেটে বিক্রি রোধে শিগগিরই চেকপোস্ট বসানো হবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্তসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আড়িয়াল বিলের উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের উৎপাদিত শাকসবজি সংরক্ষণের জন্য দুটি হিমাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “সরকারি কাজে দুর্নীতির কোনো স্থান থাকবে না। দুর্নীতি বন্ধ হলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow