ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বিজয়নগরে আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যাপক প্রস্তুতি গ্রহন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নে আগামী ২৯ নভেম্বর বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত সভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি সভা ও গণসংযোগ অব্যাহত আছে।
আগামী ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার বুধন্তী খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উক্ত জনসভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সফর সঙ্গী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার বিকালে জনসভার মাঠ পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক বিষয় পর্যবেক্ষণের জন্য আসেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপি নেতা জমির উদ্দিন দস্তগীর, অ্যাডভোকেট ইমাম হোসেনসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর আলম সর্দার ও যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করে জানা যায়, দীর্ঘ ৫ বছর পরে মামলা, হামলা ও নির্যাতন মোকাবেলা করে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আগামী ২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বিজয়নগর উপজেলার উপজেলার বুধন্তী ইউনিয়নের খেলার মাঠে এক জনসভায় উপস্থিতির মাধ্যমে সকল নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ নিয়ে বুধন্তী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ও ওয়ার্ডে গণসংযোগ ও প্রস্তুতি সভার মাধ্যমে অনুষ্ঠান সফল করতে সকলে কাজ করে যাচ্ছেন।
আশা করছি সবার সম্মিলিত চেষ্টায় সফল ভাবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ভালোবাসায় বুধন্তী খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হবে ইনশাআল্লাহ।
What's Your Reaction?