ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগিনা, নীলফামারী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝরনার মোড়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, সরকার প্রতিহিংসামূলক উদ্দেশ্যে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে ইঞ্জিনিয়ার তুহিন মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। ফ্যাসিবাদী সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
What's Your Reaction?






