ইটের রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে ইটের রাস্তা পাকা করনের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডের (আংশিক) এর বিল মাহমুদপুর আব্দুল করিমের ডাংগি মুন্সির দোকান থেকে চর কমলাপুর রাজুর দোকান পর্যন্ত ইটের রাস্তা পাকা করনের দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম মিয়া, এনামুল শেখ, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ শেখ আকাশ, শেখ মেহেদী হাসান মামুন, মোহাম্মদ সেখ আলমগীর , মোঃ আজাদ খান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন আমরা পৌর এলাকা বাসি আমাদের এখানে মুন্সির দোকান থেকে রাজুর দোকান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থার মধ্যে রয়েছে। বৃষ্টির সময় রাস্তায় পানি জমে যায় চলাচল করতে পারিনা। এ পর্যন্ত রাস্তাটা অনেকবারই ইট সোলিং দিয়ে রিপেয়ারিং করা হয়েছে। এ রিপিয়ারিং কোন ভাবে থাকে না আর তাই নতুন করে তারা আবারও এই রাস্তা রিপিয়ারিং করা শুরু করেছে কিন্তু আমরা এ রাস্তা চাই না আমরা চাই একটা পাকা সড়ক হোক। যাতে জনগণের দুর্ভোগ কমে পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা চাই, ময়লা আবর্জনা ফেলানোর জন্য ডাস্টবিন চাই । রাতে ঠিকমত লাইট থাকে না চলাচলে মারাত্মক কষ্ট হয়। আমরা নিয়মিত ট্যাক্স দেবার পরও এসব নাগরিক সুবিধা পাইনা। আমরা যাতে এই সুবিধা গুলো পাই এজন্য মানববন্ধনে দাবি করা হয়।
What's Your Reaction?