ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবিতে মতামত যাচাই-বাছাই
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা নামকরণ করার দাবিতে জনতার মতামত যাচাই-বাছাই করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর নাম পুনরায় দাবিতে উপজেলা বিভিন্ন স্থানে চলছে মিছিল, পথসভা, সভা সমাবেশ ও গণস্বাক্ষর।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী নেতৃত্বে উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা সভাকক্ষ, ইন্দুরকানী সদর বাজারের ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন স্থানে ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর করার দাবি জনতার মতামত যাচাই-বাছাই করে গণস্বাক্ষরে কার্যক্রম করেন।
এতে এলাকার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার লোকজন উপস্থিত হয়ে জিয়ানগর নামকরণ দাবিতে গণস্বাক্ষর করেন। তাদের উপস্থিতিতে জিয়ানগর উপজেলা, ইউনিয়ন পরিষদ ও থানার নাম পরিবর্তন করে জিয়ানগর নাম দাবি জানিয়ে দফায় দফায় মিছিল করেন।
বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মো. আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী, বিএনপির আহ্বায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক হোসাইন, যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুয়েল রানা প্রমুখ।
What's Your Reaction?