ইবি চারুকলার ব্যবহারিকে উপস্থিতি ৬২ শতাংশ

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া
Jun 6, 2024 - 17:55
 0  19
ইবি চারুকলার ব্যবহারিকে উপস্থিতি ৬২ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩৬ জন আবেদনকারীর মধ্যে ৮৪ জন উপস্থিত ছিলেন। যা মোট আবেদনকারীর প্রায় ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, বি ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, বিভাগটিতে মোট আসন সংখ্যা ৩০টি। যার মধ্যে এ ইউনিটের জন্য ৯টি, বি উনিটের জন্য ১৫টি ও সি ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow