ইবি থিয়েটারের সভাপতি লাকী সম্পাদক ফারাবী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটি সংশ্লিষ্ট সর্ব সম্মতিক্রমে রাষ্টবিজ্ঞান বিভাগের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের সাইফুন্নাহার লাকী কে সভাপতি ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাজমুল ফরাবীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. সাইফুজ জামান ও সাধারণ সম্পাদক মাহির আল মুজাহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাহরিয়ার প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসেম আহমেদ ও মোবারক হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক জসিংথুই মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক আর্য পাল, অর্থ-সম্পাদক নুসরাত ঐশী, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া বন্যা, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, উপ-দপ্তর সম্পাদক মিথিলা ফারজানা, প্রচার সম্পাদক মনিরুল মান্নান আশেক, উপ-প্রচার সম্পাদক রুম্মান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতানা আক্তার মীম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রণয় প্রান্ত। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হলেন শিমলা মন্ডল, সজল রায়, সঙ্গীত, মো: নুরশেদ ও তানজীম তানহিয়াত শৈলী।
সদ্য নির্বাচিত সভাপতি সাইফুন্নাহার লাকী বলেন, থিয়েটার শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। যেখানে আমরা সংস্কৃতি, চিন্তা ও সৃজনশীলতাকে একসঙ্গে মেলে ধরতে পারি। থিয়েটার আমার ভীষণরকম ভালোবাসার একটা জায়গা। নিজেকে থিয়েটারকর্মী হিসেবে পাওয়া এবং পরিচয় দিতে পারা সৌভাগ্যের। বিশ্ববিদ্যালয় থিয়েটার, কুষ্টিয়া'র সকল সদস্যের সাথে সম্মিলিত প্রয়াসে আগামীর কিছু উজ্জ্বল দিনের সাক্ষী হতে চাই এবং এই দায়িত্বের মধ্য দিয়ে আমরা থিয়েটারের ঐতিহ্য রক্ষা, নতুন প্রতিভাবানদের উৎসাহিত করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ
What's Your Reaction?






