ইবি বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি'র নেতৃত্বে ফুয়াদ- সোলাইমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি'র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোলাইমান তালুকদার।
বুধবার (১৩ নভেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান ও সদ্য বিদায়ী সভাপতি শাহজাহান আলী নতুন এ কমিটির অনুমোদন দেন।
১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক শাকিল মীর, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিমন, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক হাসান তারেক, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ নূর মিনহাজ, বিতর্ক গবেষণা সম্পাদক মানিক ইসলাম সৌরভ, কার্যনির্বাহী সদস্য তামিম আশরাফ, তানভীর হাসান রবিন ও আশিদুল ইসলাম।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সোলাইমান তালুকদার বলেন, ‘ধন্যবাদ প্রভোস্ট স্যার ও সাবেক নেতৃবৃন্দদের যারা আমাকে যোগ্য মনে করে এই দায়িত্ব দিয়েছেন। আমরা চেস্টা করবো আমাদের সোসাইটিকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আমাদের বিতর্কিকদের সঠিক নার্সিংয়ের মাধ্যমে বাংলা, ইংরেজী উভয় ভাষায় দক্ষতাসম্পন্ন বিতার্কিক হিসেবে প্রতিষ্ঠিত করার।’
What's Your Reaction?