ইবি মেসডার সভাপতি শিমুল সম্পাদক লিখন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভলটমেন্ট এসোসিয়েশনের (মেসডা) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইমামুল মুত্তাকীন শিমুল ও সাধারণত সম্পাদক হিসেবে মোতালেব বিশ্বাস লিখন নির্বাচিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এস এম মাহমুদুল (তামিম) ও সাধারণত সম্পাদক রাব্বী আলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সদ্য গঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর হিসাবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, উপ-রেজিস্ট্রার (ল্যাব) গাউসুল আজম, সিনিয়র টেকনিক্যাল অফিসার (ফার্মেসী) অশোক চন্দ্র বিশ্বাস, সংগঠনটির সাবেক সভাপতি জারাফাত ইসলাম ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান
এছারও আছেন রাসেল হোসাইন, রাকিবুল ইসলাম, ইমন আহমেদ, নাহিদুজ্জামান, সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ ও আব্দুল হাফিজ।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি লিজন আলী, আতিয়া জয়নব, আহসান হাবীব ও সাজিদ আল অংকন। যুগ্ম-সাধারণ সম্পাদক, ইউসুফ ও তাসনিমুল হাসান তানিম। সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, রিয়াদ বিশ্বাস, মেজবা-উল হক রাব্বি, মুরসালিন হৃদয় ও নাছিম আলী।সহ-সাংগঠনিক সম্পাদক প্রেরণা সামিহা স্নেহা, মাহফুজ বিন মিনারুল, জুনায়েদ হোসেন সবুজ ও রেজয়ানা উর্মী কোষাধ্যক্ষ সাফরা আয়াত রজনী, উপ-কোষাধ্যক্ষ শানজাদ, দপ্তর সম্পাদক ফাহিম ফারদিন, উপ-দপ্তর সম্পাদক মোসফিকুর রহমান রানা, প্রচার সম্পাদক সাব্বির হোসেন, উপ-প্রচার সম্পাদক তানজীম আহমেদ ও আবু সালিক সাজ্জাদ।
এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছুম্মা খাতুন, যোগাযোগ বিষয়ক সম্পাদক নাহিদা আফরিনমেন্ট, আইসিটি বিষয়ক সম্পাদক আবির হোসেন, ক্রীড়া সম্পাদক শামীম রেজা, উপ-ক্রীড়া সম্পাদক শোভন হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক মরিয়ম আকতার, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত তাবাচ্ছুম, আইন বিষয়ক সম্পাদক মীর হুমাইরা সুলতানা, স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক আফসোনা মীম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির মাহমুদ, ভর্তি বিষয়ক সম্পাদক ফাতেমা জারিন তাসনীম শিফা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন শুপ্তি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান জিহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জহুরা স্নিগ্ধা, ব্যাবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম ও শিক্ষা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ।
What's Your Reaction?