ইবির উপাচার্য হলেন অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া
Sep 23, 2024 - 20:05
 0  5
ইবির উপাচার্য হলেন অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ
ইবির উপাচার্য হলেন অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ
ইবি প্রতিনিধি,কুষ্টিয়া:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।সোমবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- রাষ্ট্রপতি ও আচার্য অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিনি চার বছর প্রদত্ত দায়িত্ব পালন করবেন। উপযুক্ত পদের জন্য আগের পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
জানা যায়, অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগ থেকে ১৯৮৯ সালে এলএলবি এবং ১৯৯০ সালে এলএলএম সম্পন্ন করেন। তিনি অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনে পিএইচডি, একই বিশ্ববিদ্যালয় থেকে আইনে এমফিল ও ডিপ্লোমা ইন ফাউন্ডেশন ইন লার্নিং অ্যান্ড টিচিং সম্পন্ন করেন। এছাড়াও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে এমএলএম, ভারতের নালসার আইন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানবিক আইনে ডিপ্লোমা করেন।
উল্লেখ্য, গত ৮ই আগষ্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এর আগে তিনি ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। অধ্যাপক সালাম তার কার্যকালে নানা বিতর্কমূলক কার্যক্রমে জড়িয়ে পরে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow