ইবির ট্যুরিজম বিভাগের সাথে সিকিউরিটিজ মার্কেটের চুক্তি 

ইবি(কুষ্টিয়া) প্রতিনিধি
Feb 17, 2025 - 19:58
 0  4
ইবির ট্যুরিজম বিভাগের সাথে সিকিউরিটিজ মার্কেটের চুক্তি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের মেমোরেন্ডাম অফ আন্ডার্স্ট্যান্ডিং চুক্তি এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সিকিউরিটি মার্কেট শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্যবসায় অনুষদ ভবনে বিভাগটির হল রুমে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, অধ্যাপক ড. শেলিনা নাসরিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সেশন কন্ডাক্টর হিসেবে ছিলেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটেরে সাদ্দাম হোসেন খান ও রিজভী আহমেদ। এসময় বিভাগটির অন্যান্য শিক্ষকসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এদিন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটেসের প্রতিনিধিরা বিভাগটির সাথে সহোযোগিতা মূলক একটা চুক্তি স্বাক্ষর করেন। তারই অংশ হিসেবে একজন নবীন সদস্য সিকিউরিটিজ মার্কেটে প্রবেশ করে কিভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারে সে বিষয়ে ট্রেনিং প্রোগ্রাম করেন এবং ভবিষ্যতে এ বিভাগের শিক্ষার্থীরা উক্ত খ্যাতে প্রবেশ করলে তাদের সহায়তার কথা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল। 

এ বিষয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগ শিক্ষার প্রসার করা।  সেই লক্ষ্যে ভবিষ্যতে বিনিয়োগকারীদের কাছে আমাদের ম্যাসেজটা পৌঁছে দিতে এই সেশন। একটা শিক্ষিত বিনিয়োগ বাজার তৈরির লক্ষ্যেই আমারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে এ কর্মশালাগুলো করছি। ভবিষ্যতে যেন তারা সিকিউরিটিজ মার্কেট বিজনেসের জন্য ভালো ভাবে তৈরি হতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের সাথে এই এমওইউ চুক্তির মাধ্যমে আমরা ভবিষ্যতে এই বিভাগের শিক্ষার্থীদের বিনিয়োগ ক্ষেত্রে আর্থিক সাপোর্ট থেকে শুরু বিনিয়োগ ক্ষেত্রের অন্যান্য সাপোর্ট প্রদান করতে পারবো। 

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বে বাঁচতে হলে বাস্তব জ্ঞান দরকার৷ বিশ্ববিদ্যালয় সবকিছু দিতে পারে না৷ তাই বাস্তবিক জ্ঞান ও সহযোগিতার জন্য বাংলাদেশ একাডেমি সিকিউরিটি মার্কেটের  (বিএএসএম) সাথে পাঁচ বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছি। তাদের কাজের অংশ হিসেবে আজকে একটি ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow