ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Apr 8, 2025 - 13:34
 0  3
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়াজুড়ে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। এসব কর্মসূচি থেকে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।

বিক্ষোভে অংশ নেয় তৌহিদী জনতা, সাধারণ ছাত্রসমাজ, আহলে সুন্নাত ওয়াল জামায়াত (যুব সুন্নী সংগঠন), হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

সকালে তৌহিদী জনতা ও সাধারণ ছাত্রদের ব্যানারে লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাউতলীতে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে শতাধিক ধর্মপ্রাণ মানুষ ও শিক্ষার্থী অংশ নেন।

অন্যদিকে, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

বাদ যোহর হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, “ইসরায়েলের গণহত্যা শুধু মুসলিম জাতির বিরুদ্ধে নয়, এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে একত্রিত হতে হবে। মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল বিবেকবান মানুষের এখনই সোচ্চার হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। অবিলম্বে তার আন্তর্জাতিক বিচার হওয়া উচিত। আমাদের দায়িত্ব হলো এই বর্বর রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা এবং তাদের পণ্য বর্জন করা। মুসলিম রাষ্ট্রে কাফেরি হামলা হলে, মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে যায়। ফিলিস্তিন গেলে আমরাও জিহাদে অংশ নেব।”

সমাবেশে হেফাজতের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow